২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


জ্যামের জন্য ঢাকায় ঋতুপর্ণা

-

মরহুম নায়ক মান্না ও তার স্ত্রী শেলী মান্নার সাথে দুই বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণার সম্পর্ক পারিবারিক। যে কারণে যতবারই ঋতুপর্ণা ঢাকায় এসেছেন ততবারই তিনি মান্নার স্ত্রী শেলী মান্নার সাথে দেখা করেছেন। মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলি চলচ্চিত্র’ থেকে আবারো চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে আগামী অক্টোবর থেকে। ২৩ জুলাই বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকা ক্লাবে চলচ্চিত্রের শুটিং শুরুর আগে শুভ মহরতের আয়োজন করা হয়েছে। মহরতে যোগ দিতেই ২২ জুলাই সকালে ঢাকায় আসছেন ঋতুপর্ণা। বিষয়টি নিশ্চিত করে ঋতুপর্ণা বলেন, মান্না ভাইয়ের সাথে আমার সম্পর্কটা পারিবারিক। তার সাথে অনেক চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই এই সম্পর্কের সৃষ্টি। মান্না ভাই চলে গেছেন। কিন্তু শেলী ভাবীর সাথে আমার যোগাযোগ ঠিকই রয়ে গেছে। তিনি অনেক ভালো মনের মানুষ। মান্না ভাইয়ের প্রযোজনা সংস্থার নতুন চলচ্চিত্র জ্যামর কাজ করার ব্যাপারে ভাবীর সাথে কথা হয়েছে। এই চলচ্চিত্রে কাজ করার সমূহ সম্ভাবনা রয়েছে। আগে এসে মহরতে অংশগ্রহণ করি। তারপর বাকিটা দেখা যাবে। জ্যাম চলচ্চিত্র নির্মাণ করবেন মেধাবী নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। এর মূল ভাবনা মরহুম আহমেদ জামান চৌধুরী। কাহিনী বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করছেন পান্থ শাহরিয়ার। নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, আশা করছি আগামী অক্টোবরে জ্যামর কাজ শুরু করতে পারব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এই চলচ্চিত্রে ঋতুপর্ণাকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে। তবে তিনি এই চলচ্চিত্রের মূল নায়িকা নন। কিন্তু ঋতুপর্ণার চরিত্রটি জ্যামর গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই। আশা করছি আমাদের সাথে ঋতুপর্ণার কাজ অনেক ভালোভাবেই হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ঢাকায় থেকে ২৪ জুলাই কলকাতা ফিরে যাবেন ঋতুপর্ণা। সর্বশেষ গত পয়লা বৈশাখে বাংলাদেশে ঋতুপর্ণা অভিনীত সিনেমা মুক্তি পায়। নায়ক আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্প চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন আলমগীর, আরিফিন শুভ, সাদেক বাচ্চু, সাবেরী আলমসহ আরো অনেকে। সিনেমাটি মুক্তির সময় ঢাকায় এসেছিলেন তিনি টানা কয়েকদিনের প্রচারণায়। মান্না ও ঋতুপর্ণা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জুম্মন কসাই, রণাঙ্গন, কিলার ইত্যাদি।


আরো সংবাদ



premium cement