১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


সুষমাকে শুভেচ্ছা জানালেন তারকারা

-

অভিনয়ের পাশাপাশি অনেক তারকারাই এখন ব্যবসায়ের সাথে নিজেকে সম্পৃক্ত করছেন। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী সুষমা সরকারও। সুষমা সরকার তার বেশ কয়েকজন বন্ধুদের সাথে নিয়ে রাজধানীর উত্তরার তিন নম্বর সেক্টরের আঠারো নম্বর রোডের ছাব্বিশ নম্বর বাড়িতে গড়ে তুলেছেন খাবার-দাবারের বিশেষ রেস্তোরাঁ ‘উইন্ড ব্লোজ’। এর পরিকল্পনা ও ডিজাইনের কাজ করেছেন সুষমার স্বামী লিটন কর। গত ১৭ জুলাই সন্ধ্যায় অনেক তারকাদের উপস্থিতিতে উইন্ড ব্লোজের শুভারম্ভ হয়। সুষমার নতুন জীবনের এই পথচলাকে স্বাগত জানাতে সেদিন অনেক তারকাই উপস্থিত হয়েছিলেন। তারা হচ্ছেন শম্পা রেজা, ওয়াসীম খান, মাসুম রেজা, সাবেরী আলম, শারমিন লাকি, রওনক হাসান, হিল্লোল, নওশীন, তাহমিনা সুলতানা মৌ, নাদিয়া আহমেদ, রুনা খান, কল্যাণ কোরাইয়া, স্বাগতা, এফ এস নাঈম, অরন্য আনোয়ারসহ আরো অনেকেই। উপস্থিত তারকারা সবাই রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ এবং স্বাস্থ্যকর সুস্বাদু খাবারের ভীষণ প্রশংসা করেন। শুধু তাই নয়, প্রত্যেকেই তার পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে এই রেস্টুরেন্টে আসার প্রতিশ্রুতিও করেন এবং সবাই এই রেস্তোরাঁর ধ্রুত প্রসারের জন্য নিজে থেকে আগ্রহী হয়ে কাজ করারও ইচ্ছে প্রকাশ করেন। আর তাতেই যেন ভীষণ খুশি হন সুষমা সরকার। নিজের সহশিল্পীদের কাছ থেকে এমনটাই যেন আশা করছিলেন সুষমা মনে মনে। সুষমা বলেন, অভিনয় আমার পেশা। কিন্তু তারপরও বহুদিন ধরেই ইচ্ছে ছিল পাশাপাশি কিছু একটা করার। আমার স্বামী লিটন করের উৎসাহেই আমি সাহস পেলাম উইন্ড ব্লোজটি দেয়ার। সবাই প্রথম দিন আমাকে যেভাবে উৎসাহ দিলেন, পাশে এসে দাঁড়ালেন তাতে সত্যিই অনেক সাহস পেলাম। যারা এসেছিলেন আমাকে উৎসাহ দিতে তাদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ। আমার বিশ্বাস উইন্ড ব্লোজের চলার পথে আগামী দিনেও তারা আমার পাশে থাকবেন। আর সবাইকে অনুরোধ করব সময় করে উইন্ড ব্লোজে আসার জন্য। আশা করি সবারই ভালো লাগবে। অভিনেত্রী শম্পা রেজা বলেন, সুষমা সাহস করে একটি রেস্টুরেন্ট দিয়েছে এটি সত্যিই প্রশংসার। আমি তার এই প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সাফল্য কামনা করছি। মাসুম রেজা বলেন, সুষমা আমার খুব স্নেহভাজন একজন শিল্পী। তার নতুন এই পথচলাকে আমি স্বাগত জানাই। অনেক শুভ কামনা তার জন্য।


আরো সংবাদ



premium cement
যে কারণে ডিবিতে গিয়েছিলেন মাওলানা মামুনুল হক? ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে পুলিশ সাফল্য পেয়েছে : আইজিপি বাংলাদেশের প্রতিটি জেলায় রেলস্টেশন নির্মাণ করা হবে : রেলপথমন্ত্রী বাংলাদেশের আসছেন ‘ওসমান বে’ ধর্ষণ মামলা থেকে মুক্তি মেলার পর বিশ্বকাপে খেলার অনুমতি পেলেন লামিচানে গাজীপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু নারায়ণগঞ্জে ৫৭টি চোরাই মোবাইলসহ ৭ জন গ্রেফতার আশুলিয়ায় তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খুন ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদফতরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ গাজীপুরে ব্যবসায়ীর আত্মহত্যা

সকল