০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


শুভ জন্মদিন পূর্ণিমা...

-

গেলো ঈদে বেশ কয়েকটি নাটক টেলিফিল্মে অভিনয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পূর্ণিমা। তবে আসছে কোরবানির ঈদ উপলক্ষে কোনো নাটক টেলিফিল্মে অভিনয় করবেন না বলে নিশ্চিত করেছেন এই নায়িকা। কিন্তু আরটিভিতে তার উপস্থাপনায় প্রচার চলতি ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবং পূর্ণিমা’র নির্ধারিত সিডিউলের শুটিংয়ে অংশ নেবেন পূর্ণিমা। গেলো ৮ জুলাই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ প্রদান করা হয়। এই অনুষ্ঠানের সংস্কৃতি পর্বে উপস্থাপনা করেন পূর্ণিমা। তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। পূর্ণিমা ও ফেরদৌসের চমৎকার উপস্থাপনার মধ্য দিয়ে সংস্কৃতি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ দিকে আজ পূর্ণিমার জন্মদিন। তবে জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো কিছু করার পরিকল্পনা নেই তার। আজ দুপুর ১২টা ৩০ মিনিটে অনন্যা রুমার প্রযোজনায় ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত হবেন পূর্ণিমা। অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন দিলরুবা সাথী। পরের বাকিটুকু সময় পূর্ণিমা তার নিজ বাসভবনে পরিবারের সঙ্গেই কাটাবেন বলে জানান তিনি। পূর্ণিমা বলেন, ‘বিগত বেশ কয়েক দিন টানা কাজ করেছি। মালয়েশিয়ায় শো শেষ করে দেশে ফিরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম। আবার এবং পূর্ণিমা অনুষ্ঠানেরও শুটিং করেছি। সবমিলিয়েই বেশ ক্লান্ত। যে কারণে জন্মদিনটা একেবারেই নিজের মতো করে কাটাতে চাই, পরিবারের সবার সঙ্গে বিশেষ এই দিনটির সময়টা পার করতে চাই। তবে হ্যাঁ, এটাও সত্য জন্মদিনে আমার পরিচিত, অপরিচিত শুভাকাক্সক্ষী, ভক্ত দর্শক’সহ আমার চলচ্চিত্র পরিবার’সহ সবার কাছে দোয়া চাই যেন ভালো থাকি, সুস্থ থাকি।’ গত ঈদে পূর্ণিমা অভিনীত মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘হ্যালো ৯১১ লাভ ইমার্জেন্সি’ নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। এই নাটকে একটি রেডিও চ্যানেলের সিইও এবং আরজে জেরিন চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিত হন পূর্ণিমা। এতে তার বিপরীতে ছিলেন ছোটপর্দার এই সময়ের আলোচিত অভিনেতা ইরফান সাজ্জাদ। এ ছাড়া গেলো ঈদে পূর্ণিমাকে রাজীবুল ইসলাম রাজীবের ‘রোদ্দুরে পেয়েছি তোমার নাম’ এবং ফেরদৌসের গল্পে আবীর খানের নির্দেশনায় ‘কুইন’ নাটকে অভিনয়ে দেখা যায়। দুটোতে তার বিপরীতে ছিলেন ইমন ও সজল। এ দিকে আপাতত নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন না পূর্ণিমা। সম্প্রতি কলকাতার নন্দনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ফিল্ম ফ্যাস্টিভাল’-এ পূর্ণিমা অভিনীত ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টু বি কন্টিনিউড’ প্রদর্শিত হয়। সর্বশেষ পূর্ণিমাকে রানা মাসুদের নির্দেশনায় নোবেলের বিপরীতে ‘জমজম টাওয়ার’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যায়।


আরো সংবাদ



premium cement
চীন যেভাবে মেক্সিকোকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রে তাদের পণ্য প্রবেশ করাচ্ছে মুলাদীর মেঠোপথে শোভা ছড়ানো সোনাইল আজ বিলুপ্তির পথে জয়পুরহাটে ট্রাক্টর-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ পাঁচ বছর পর ইউরোপ সফরে শি জিনপিং যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ ইউক্রেনে ইস্টার প্রার্থনার মাঝে ড্রোন হামলা, রণাঙ্গনে রাশিয়ার সাফল্য দাবি যে সব কারণে করের বোঝা বাড়তে পারে আগামী বাজেটে প্রেসিডেন্ট বাইডেনের ‘জেনোফোবিক’ বক্তব্য নিয়ে ভারত-জাপানের আপত্তি আ’লীগ নেতাকে কটুক্তি, ছাত্রলীগ সভাপতিকে শোকজ ইসরাইলের হামলা অব্যাহত রাখার ঘোষণা, গাজার যুদ্ধবিরতি আলোচনা শেষ সোনা পাচার, ‘অপমানিত’ হয়ে পদত্যাগ আফগান কূটনীতিকের

সকল