০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


উৎসবমুখর ভোট হবে : সিইসি

সিইসি কে এম নুরুল হুদা - সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, সব দল ও সবচেয়ে বেশি প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। উৎসবমুখর ভোট হবে—এটাই আশা।

আজ শুক্রবার সকাল ৮টা থেকে নির্বাচনের প্রচারকাজ বন্ধ ঘোষণা করা হয়। পরে নির্বাচন ভবনে ফল ঘোষণাকেন্দ্র ও গণমাধ্যম বুথ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

কে এম নূরুল হুদা বলেন, ‘নির্বাচন অবশ্যই উৎসবের হবে। আতঙ্কের কিছুই নাই। এ বছরই কেবল, ব্যাপক সংখ্যক, সর্বাধিক সংখ্যক, প্রার্থী এবং রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। এবং তারা আমরা তো দেখি, আপনাদের টেলিভিশনের মাধ্যমে যে, মানুষ কীভাবে উৎসবমুখর পরিবেশে তারা, রাস্তায় নেমে নিজেদের প্রার্থীদের প্রচার চালায়। সেই অবস্থা বহাল থাকবে, বলবৎ থাকবে।’

প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, ‘নির্বাচনের প্রচারকাজ আজ সকাল ৮টা থেকে বন্ধ। এখন যারা প্রার্থী, প্রার্থীর সমর্থক এবং যারা নির্বাচনে কাজে অংশগ্রহণ করেছেন, তারা কাজ করে যাচ্ছেন এত দিন। এখন তারা আমি আশা করব যে, সুষ্ঠু নির্বাচনের জন্য, যার যার অবস্থানে থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন।’

তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে আতঙ্কের বিষয়ে বিএনপির অভিযোগ ভুল প্রমাণ হবে।


আরো সংবাদ



premium cement