২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


কুমিল্লায় ঐক্যফ্রন্টের পথসভা

-

কুমিল্লার চান্দিনায় পথসভা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ বুধবার এ পথসভায় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এলডিপি নেতা রেদোয়ান আহমেদের পক্ষে ভোট চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি বলেন, ‘ভোটের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করতে হবে। তাই সবাই ভোটকেন্দ্রে যাবেন। ভোটকেন্দ্র পাহারা দেবেন, গণনা পর্যন্ত থাকবেন। আপনার ভোটে গণতন্ত্র মুক্ত হবে, খালেদা জিয়া মুক্ত হবেন।’

আজ সকালে নির্বাচনী প্রচারে কুমিল্লার দিকে রওনা দেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। কথা বলার, লেখার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ২০১৪ সালে বিনা ভোটোর নির্বাচন করে ক্ষমতা দখল করে আছে। আজও ক্ষমতায় আছে। রাষ্ট্রের সব শাখা দখল করে রেখেছে।’

বিএনপির মহাসচিব বলেন, “আজ খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে, যিনি আজীবন গণতন্ত্রের গান গেয়েছেন। তিনি বলেছেন, ‘তোমরা জাতীয় ঐক্য গঠন করে নির্বাচনের মাধ্যমে এ সরকারকে পরাজিত করো।’ এরা জনগণের ভোটকে ভয় পায়, তাই মেরে-কেটে পুলিশ দিয়ে গ্রেফতার করে জনগণের মতকে উপেক্ষা করে ক্ষমতায় থাকতে চায়।”

মির্জা ফখরুল বলেন, ‘এ নির্বাচনে কোনো নিরপেক্ষতা নেই। এ নির্বাচন একটা প্রহসনে পরিণত হয়েছে। জনগণকে বোকা মনে করবেন না। জনগণ জানে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা সব ষড়যন্ত্র ধ্বংস করে দেবে।’


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ২২ ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে রইসির হেলিকপ্টার সম্পূর্ণভাবে পুড়ে গেছে, কেউ বেঁচে নেই হোসেনপুরে তীব্র গরমে কদর বেড়েছে তালের শাঁসের ইরানের প্রেসিডেন্টের খোঁজে রাশিয়ার দল, তুরস্কের ড্রোন কঙ্গোর সেনাবাহিনী বলছে তারা রাজধানীতে অভ্যুত্থানের প্রচেষ্টা প্রতিহত করেছে আরাকান আর্মির বুথিডং শহর দখলের দাবি, আতঙ্কিত রোহিঙ্গারা ড্রোন আর মিসাইলের আধুনিক যুদ্ধেও কেন রাশিয়া দেড় শ’ বছরের পুরনো মোর্স কোড ব্যবহার করছে ইব্রাহিম রইসি : যেভাবে উত্থান রইসির হেলিকপ্টারটির সন্ধান পেয়েছে উদ্ধারকারীরা ফের বৃষ্টিতে ভণ্ডুল ম্যাচ, প্লে অফে কেকেআরের মুখোমুখি হায়দরাবাদ

সকল