১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


ফাউল করলে জনগণই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে : নাসিম

সোমবার বিকেলে সিরাজগঞ্জের বাগবাটিতে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম -

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনী মাঠে ফাউল গেম খেললে জনগণই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এখানে কোন দল বা জোটের ফাউল গেম খেলার সুযোগ নেই। সোমবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের বাগবাটিতে নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মল্লিক। বক্তব্য রাখেন, মনসুরনগর থানা আওয়ামী লীগের আহবায়ক আব্দুল লতিফ তারিন, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান দুদু, গোলাম রব্বানী, শহিদুল ইসলাম মানিক ও মনজুর মোরশেদ খান সজল।

প্রচারণার প্রথম দিন তিনি তাঁর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার একাংশ বাগবাটি ইউনিয়নে নির্ধারিত কয়েকটি নির্বাচনী সভায় বক্তৃতা দেন। উন্নয়ন নিরাপত্তা ও আলোকিত বাংলাদেশ গড়ে তুলে শেখ হাসিনা ৩০ ডিসেম্বর একটি ভোট চাওয়ার অধিকার রাখে কি না এমন প্রশ্ন করা হলে সমাবেশে উপস্থিত সকলেই সম্মিলিত কণ্ঠে হ্যাঁ সূচক উত্তর দেন এবং নৌকা মার্কায় ভোট দেবার প্রতিশ্রুতি দেন। যারা অন্য দল করেন তাদেরও ভোট নষ্ট না করে উন্নয়নের নেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি এদেশের মানুষকে সম্মান দিয়েছেন, বিশ্বে মর্যাদার আসনে বসিয়েছেন।

তাঁর বক্তৃতায় এক পর্যায়ে তিনি নিজেই নৌকা মার্কার শ্লোগান তোলেন। ৩০ ডিসেম্বর প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে যাবার আহবান জানিয়ে নাসিম আরো বলেন, ভোটকেন্দ্র থাকবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। জনগণ থাকবে পাহারায়। কোন ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারকে দমিয়ে রাখা যাবে না।


আরো সংবাদ



premium cement
উজিরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যা, গ্রেফতার ২ বাসচাপায় শ্রমিক হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ জিসিএফের ব্যর্থতায় বাংলাদেশের মতো দেশগুলোকে বঞ্চিত : টিআইবি মুন্সীগঞ্জে ৩ নারী ছিনতাইকারী গ্রেফতারের পর কারাগারে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক নাসির উদ্দিন দুর্ঘটনা কমাতে ‘নারীর মতো গাড়ি চালানো’র প্রচারণা ফ্রান্সে সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে নামের মিলে জেল খাটলেন কলেজছাত্র স্পিকারের নেতৃত্বে রাতে জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ফরিদপুর ছেলেকে হত্যার দায়ে বাবা ও সৎ মায়ের যাবজ্জীবন প্রিসাইডিং অফিসারদের গ্রেফতারই প্রমাণ করে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই : জামায়াত আমির

সকল