১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


নিউ মার্কেটে সাংবাদিকদের ওপর হামলা : দোষীদের গ্রেফতারের দাবিতে ঢাকসাসের মানববন্ধন

- ছবি - নয়া দিগন্ত

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ছবি ও ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) আয়োজনে ঢাকা কলেজের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহকালে আহত সাংবাদিক ও ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নেতাকর্মীরা।

এ সময় তারা নিউ মার্কেট ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে, উপমহাদেশের প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা ও পেশাগত দায়িত্ব পালন করতে আসা সাংবাদিকদের নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়।

সাংবাদিকরা বলেন, সোমবার রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। এর জের ধরে মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় এ সংঘর্ষ চলতে থাকে, যা ২০ এপ্রিল পর্যন্ত গড়ায়। এ সময় খবর সংগ্রহের সময় সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১০ জন সাংবাদিক আহত হন।

তারা বলেন, বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে পুলিশের সামনেই সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে। কিন্তু পুলিশ নিরব ভূমিকায় ছিলো। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা চালানো সন্ত্রাসীরা দেশ, জাতি ও সরকারের শত্রু। এর জন্য দায়ীদের বিচারের মুখোমুখী করতে হবে।


আরো সংবাদ



premium cement
মহাদেবপুরে বাসচাপায় মাদরাসাছাত্র নিহত কিরগিজস্তানের পরিস্থিতি শান্ত হলেও উদ্বেগজনক সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস দাগনভূঞায় অগ্নিদগ্ধ পরিবারের মাঝে জামায়াতের উদ্যোগে গৃহ নির্মাণ উদ্বোধন ২৫ মে বঙ্গবাজার বিপণিবিতান নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এখনো নিখোঁজ প্রেসিডেন্ট রাইসি : অনুসন্ধানে ৪০ দল ৫ দফা দাবিতে সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির স্মারকলিপি গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন : বাইডেনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বগুড়ায় তীব্র লোড শেডিং, ২২ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ গণ-অর্থায়নের মাধ্যমে যেভাবে এভারেস্টের চূড়ায় বাবর আলী

সকল