১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


৪ বছরেও হলে আসন বরাদ্দ না দেয়ায় চবির ছাত্রীদের বিক্ষোভ

৪ বছরেও হলে আসন বরাদ্দ না দেয়ায় চবির ছাত্রীদের বিক্ষোভ - সংগৃহীত

চার বছরেও আবাসিক হলে আসন বরাদ্দ না হওয়া ও দ্রুত আসন বরাদ্দের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জননেত্রী শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রীরা। রোববার সকালে ছাত্রীরা হলের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভকালে ছাত্রীরা বলেন, চার বছর আগে শেখ হাসিনা হলের কাজ শুরু হয়েছে। বারবার অ্যালোটমেন্ট দেয়ার তারিখ দিচ্ছে কিন্তু কোনো কার্যকারিতা নেই। অন্য হলে অতিথির মতো থাকতে হচ্ছে। থাকতে হচ্ছে বড় আপুদের বকঝকা খেয়ে গণরুমে। কেউবা আবার চড়া দামে থাকছেন কটেজে। কটেজে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ, পানি, ওয়াইফাই ও পড়াশোনার পরিবেশ নেই।

আগামীকালের মধ্যে আসন বরাদ্দের ফলাফল ঘোষণা এবং ২০ অক্টোবরের মধ্যে যার যার বরাদ্দ বৈধ সিটে ওঠার নোটিস দেয়ার দাবি জানান ছাত্রীরা।

ছাত্রীদের অভিযোগ, ২০১৫ সালের ৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছাত্রীনিবাসটির উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের চার বছর পরও ছাত্রীদের কোনো আসন বরাদ্দ দেয়া হয়নি। আসন বরাদ্দ দিতে গত ১৫-১৭ সেপ্টেম্বর পর্যন্ত ছাত্রীদের সাক্ষাৎকার নেয়া হলেও এখনও তার ফল ঘোষণা করা হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা হলে মোট ৭৫০টি আসন আছে। তবে হলের উন্নয়নমূলক কাজ চলার কারণে তারা এতদিন ছাত্রীদের হলে ওঠাতে পারেননি।’

তিনি বলেন, ‘আগামী ৩ নভেম্বরের মধ্যে ছাত্রীদের আসন বরাদ্দের ফলাফল দেয়া হবে। ৫ নভেম্বরের মধ্যে তাদের হলে ওঠানো হবে।’ সূত্র : ইউএনবি।


আরো সংবাদ



premium cement
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় পথচারী নিহত অনিশ্চিত ৭৫ জনের হজযাত্রা, এজেন্সি চেয়ারম্যান-এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা বাজারভিত্তিক সুদহারে হস্তক্ষেপের ইঙ্গিত বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গাজায় নিজেদের গুলিতে পাঁচ ইসরাইল সেনা নিহত ৪ হাজার কর্মী ছাঁটাই করবে তোশিবা নাইক্ষ‍্যংছড়ির পাহাড়ি এলাকা থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার ভবিষ্যতে চট্টগ্রাম বন্দর অন্য দেশেও এর কার্যক্রম চালাবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বাংলাদেশের সাথে আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তায় অবদান রাখতে আগ্রহী অস্ট্রেলিয়া ২০৪১ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর খাতের উন্নয়ন চায় বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে স্পেনের রাষ্ট্রদূত ও ইউএনএইচসিআর প্রতিনিধির সাক্ষাৎ

সকল