১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


শিক্ষক লাঞ্চনাকারীদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের

-

ক্যাম্পাসে শিক্ষর্থীদের শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলা এবং কর্মসূচীতে অংশ নেয়া শিক্ষকদের লাঞ্চনার ঘটনায় নিন্দা ও প্রতিাবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। পাশাপাশি এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।
রেবাবার এক বিবৃতিতে এ দাবি জানান সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। বিবৃতি তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচীর ওপর আবারো যে হামলা করা হয়েছে তা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সংবাদ মাধ্যমে প্রচারিত সচিত্র প্রতিবেদনে এটাও দেখতে হল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণও লাঞ্ছনার হাত থেকে রেহায় পাননি। এর চেয়ে জঘণ্য কাজ আর কি হতে পারে? এসব অমানবিক, বর্বোরোচিত ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সাদা দলের শিক্ষকদের পক্ষে বিবৃতি অন্যান্যের মধ্যে স্বাক্ষর করেন, যুগ্ম আহ্বায় অধ্যাপক ড. মো. আবদুর রশীদ ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। এছাড়া অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ূয়া, অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক মো. মাহফুজুল হক, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, অধ্যাপক ড. হায়দার আলী, অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মো. এনামুল হক, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক, অধ্যাপক আ কা ফিরোজ আহমদ, মোহাম্মদ সফিউল্যাহ, অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান, অধ্যাপক মো. মাহ্ফুজুল ইসলাম, অধ্যাপক ড. আবদুল আজিজ, অধ্যাপক তাহমিনা আখতার, অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক হোসনে আরা বেগম, অধ্যাপক ড. মো. আবুল বাশার, অধ্যাপক ড. শেখ নজরুল ইসলাম, অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী, অধ্যাপক মো. মুজাহিদুল ইসলাম, অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান নিজামী, অধ্যাপক আহমেদ জামাল আনোয়ার প্রমুখ স্বাক্ষর করেন।

 


আরো সংবাদ



premium cement
চিলিতে ব্রাজিলের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর স্থগিত নড়াইলে ছুরিবিদ্ধ কিশোরের লাশ উদ্ধার ডলারের মূল্যবৃদ্ধি বাজারে যে ধরনের প্রভাব ফেলছে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে, নতুন রণাঙ্গনের এলাকা বাড়ছে যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী বিক্ষোভে গ্রেফতার ৫০ অধ্যাপক গাজায় গণহত্যায় ইসরাইলকে সমর্থন, মার্কিন মেজরের পদত্যাগ কুষ্টিয়ায় কুলখানিতে দাওয়াত না দেয়ায় সংঘর্ষ : নিহত ১, আহত ৭ বৃষ্টিতে ম্যাচ পণ্ড, প্রথম দুইয়ে থাকা নিশ্চিত কলকাতার রেকর্ড টাকায় রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপে! পাকিস্তানের রাজনীতিতে আবার সক্রিয় হচ্ছেন নওয়াজ? ভাইস প্রেসিডেন্ট হবেন না নিকি হ্যালি

সকল