০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


নূরের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানবন্ধন

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহবায়ক নুরুল হল নূরের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগের বাধা উপেক্ষা করেই মানবন্ধনের থেকে এ প্রতিবাদ জানান তারা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রলীগ তাদের বাধা ও হুমকি ধমকি দেয়ার অভিযোগ করেন প্রতিবাদকারীরা। প্রায় এক ঘণ্টা ধরে মানববন্ধন করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের স্কুলবিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ইয়াজ আল রিয়াদ, প্রচার সম্পাদক সাইফ বাবু, সূর্যসেন হলের সভাপতি গোলাম সরোয়ার, বঙ্গবন্ধু হলের সম্পাদক আল আমিন রহমান, বিজয় একাত্তর হলের সভাপতি ফকির আহমেদ রাসেল প্রমুখ নেতাকর্মীরা তাদের বাধা দেয়ার চেষ্টা করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল নুরুল হক নূর। সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের ওপর হামলা করে। নূরকে তারা নৃশংসভাবে আঘাত করে। এমনকি তাকে হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেয়। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে চিহ্নিত হামলাকারী সন্ত্রাসীদের বিচার দাবি করি।

মানববন্ধনে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসনীম মাহবুব বলেন, কতিপয় ছাত্র (ছাত্রলীগ) আমাদের হামলা করার চেষ্টা করে। তারা আমাদের বিভিন্ন দলের ট্যাগ দেয়। আমাদের দেখে নেয়ার হুমকি দেয়। তারা আমাদের বিভিন্ন কটূক্তি, ধমক দেয়। তারা আমাদের ছবি তুলে।

তিনি আরো বলেন, মানববন্ধনে উপস্থিতদের মধ্যে যারা হলে থাকে তাদেরও ছাত্রলীগ দেখে নেয়ার হুমকি দিয়েছে। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র নির্যাতনের প্রতিবাদ জানান।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল