০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


ঋণখেলাপিদের শনাক্তে প্রার্থীদের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক

ঋণখেলাপিদের শনাক্তে প্রার্থীদের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক - প্রতীকী ছবি

ঋণখেলাপিরা যাতে প্রার্থী না হন সেজন্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের তথ্য দিতে সব রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট হবে ২০২৪ সালের ২১ মে।

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের পাওনা সংক্রান্ত তথ্য নির্ধারিত ফরম অনুযায়ী দিতে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছেন ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর অতিরিক্ত পরিচালক মো: আনিছুর রহমান।

সভায় সব পরীক্ষার্থীর পূর্ণ নাম, বাবার নাম, মায়ের নাম, স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র নম্বর, করদাতা শনাক্তকরণ নম্বর ও জন্ম তারিখ চাওয়া হয়েছে।

এছাড়া স্থায়ী ও বর্তমান ঠিকানা সংযুক্ত টেবিল অনুযায়ী যথাযথভাবে পূরণ করে রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার নাম, স্বাক্ষর ও ফোন (মোবাইল নম্বর) দিয়ে ই-মেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রায় ২০৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement