২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩০, ২০ মহররম ১৪৪৬
`

সারা দেশে জমজমের পানি বিক্রি বন্ধের নির্দেশ

সারা দেশে জমজমের পানি বিক্রি বন্ধের নির্দেশ - ছবি : সংগৃহীত

রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটসহ সারা দেশে পবিত্র জমজমের পানি বিক্রি বন্ধ থাকবে বলে নির্দেশনা দিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।

সোমবার সকালে অধিদফতরের সভাকক্ষে এক মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুজ্জামান বলেন, জমজমের পানি বিক্রি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে ইসলামে ধর্মীয় ব্যাখ্যা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান অধিদফতরের মহাপরিচালক।

এর আগে গতকাল দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। সেখানে দেখা যায় আতর টুপির সাথে ব্যবসায়ীরা খুচরা জমজমের পানি বিক্রি করছেন।

ব্যবসায়ীদের দাবি, জমজমের পানির পাঁচ লিটারের বোতল সৌদি আরব থেকে আনা হয়। পরে দেশে এনে কেউ এটা একসাথে আবার কেউ খুচরা বোতল করে বিক্রি করেন।


আরো সংবাদ



premium cement