২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

এডিবি ১৩ লাখ ৪০ হাজার ডলার দিচ্ছে

-

এশীয় উন্নয়ন ব্যাক (এডিবি) ১৩ লাখ ৪০ হাজার ডলার বা স্থানীয় মুদ্রায় ১২ কোটি টাকা আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশকে। কোভিড-১৯-এর কারণে লকডাউনের পলে দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি ক্ষতিগ্রন্ত হওয়ায় এডিবির এই সহায়তা বলে সংস্থার ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চলমান স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এর জন্যই এই সহায়তা। এই কর্মসূচি জব ভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ দিয়ে আসছে ১০টি শিল্পখাতে।

এডিবির কান্ট্রি ডিক্টের মনমোহন প্রকাশ এ ব্যাপারে জানান, ২২ হাজার ১৬৯ বর্তমান প্রশিক্ষণার্থীরা একবারের জন্য ৫ হাজার টাকা সহায়তা পাবে। কারণ যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা দরিদ্র পরিবারের। তিনি সরকারকে অনুরোধ জানান, দ্রুত এই অর্থ প্রশিক্ষণার্থীদের ব্যাংক হিসাবে ট্রান্সফার করার জন্য।

এদিকে, এডিবি কভিড-১৯ কারণে উন্নয়নশীল সদস্য দেশগুলোর জন্য সঙ্কট মোকাবেলায় সাড়ে ৬ বিলিয়ন ডলারের একটি প্রাথমিক প্যাকেজ ঘোষণা করেছে। আর বাংলাদেশের জন্য সাড়ে তিন লাখ ডলার জরুরি অনুদান গত ২৭ মার্চ অনুমোদন দিয়েছে এডিবি বোর্ড।


আরো সংবাদ



premium cement