১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


রোহিঙ্গাদের স্বাস্থ্য সহায়তায় বিশ্বব্যাঙ্কের ৫ কোটি ডলার

-

আন্তর্জাতিক দাতাসংস্থা বিশ্বব্যাঙ্ক বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের স্বাস্থ্য ও পুষ্টি সেবার জন্য ৫ কোটি ডলার বা ৪১০ কোটি টাকা সহায়তা দিচ্ছে। যার মধ্যে ৮৩ লাখ ৩০ হাজার ডলার হলো আইডিএ ঋণ সহায়তা। পরে এটা অনুদানে পরিণত হবে বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলন কক্ষে বিশ্বব্যাঙ্ক ও ইআরডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ইআরডির সিনিয়র সচিব কাজী শফিকুল আযম ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন।

জানা যায়, বাংলাদেশে বর্তমানে ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। যাদের মধ্যে বেশির ভাগই হলো মহিলা ও শিশু। এরাসহ স্থানীয় জনগন স্বাস্থ্য ও পুষ্টি সমস্যায় ভুগছে। তাদেরকে স্বাস্থ্য সেবা দেয়ার জন্যই বিশ্বব্যাঙ্ক তার আঞ্চলিক উদ্বাস্তু তহবিল থেকে দেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement