২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

একদিনে করোনা শনাক্ত ছাড়ালো ৫ হাজার

- ছবি : নয়া দিগন্ত

দেশে করোনাভাইরাস সংক্রমণে ২৪ ঘণ্টায় পাঁচ হাজার দুই শ’ ২২ জনকে শনাক্ত করা হয়েছে। অপরদিকে ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে আটজনের।

রোববার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২৯ হাজার ৬৪২ জনের করোনা শনাক্তে পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৮২ ভাগ।

২৪ ঘণ্টায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৯৩ জন। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন মোট ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন।

করোনা ভাইরাস সংক্রমণে এই পর্যন্ত দেশে মোট ১৬ লাখ ১৭ হাজার সাত শ’ ১১ জনকে শনাক্ত করা হয়েছে। অপরদিকে ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৪৪ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে মহামারী এই ভাইরাসে সংক্রমিত প্রথম একজনের মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement