০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


আরো ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯১২

-

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৯১২ জন, যা ৫৮ দিনের মধ্যে সবচেয়ে বেশি।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮ হাজার ৪৮৯ জনের মৃত্যু হলো। এবং শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫২ হাজার ৮৭ জনে।

মঙ্গলবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এর আগে সর্বশেষ ১০ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতর এক দিনে আজকের চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য দিয়েছিল। সেদিন ১ হাজার ৭১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। তার পর থেকে এ পর্যন্ত দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ৯ শ’র নিচেই ছিল।

সংক্রমণ বাড়তে থাকায় দৈনিক শনাক্ত রোগীর হারও আবারো ৫ শতাংশের উপরে উঠে এসেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১ হাজার ২২৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।


আরো সংবাদ



premium cement