২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ফের ছড়াচ্ছে সংক্রমণ, করোনা নিয়ে নতুন শঙ্কা

ফের ছড়াচ্ছে সংক্রমণ, করোনা নিয়ে নতুন শঙ্কা - ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভয়াবহতা নিত্যনতুন রেকর্ড সৃষ্টি করছে। ইতিমধ্যেই সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় দু’কোটি। অন্যতম সংক্রামিত দেশ আমেরিকায় এক দিনে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তারা অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট ভালো অবস্থানে আছেন।

তবে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে চীনও। করোনা ভাইরাসের আঁতুরঘর উহানে ফের নতুন করে সংক্রমণের খবর আসতে শুরু করেছে। জানা যাচ্ছে, আগে যারা সুস্থ হয়ে গিয়েছিলেন তাদের মধ্যে ৯০ শতাংশের দেহে পুনরায় বাসা বাঁধতে শুরু করেছে এই মারণ ভাইরাস। তাদের ফুসফুসের অবস্থা খুবই খারাপ।

ভাইরাসের এহেন প্রত্যাবর্তনে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই এখন ভাবাচ্ছে বিশ্বের সব দেশকে। ভ্যাকসিন কবে বেরোবে তার কোনো সদুত্তর কেউ দিতে পারছেন না।

প্রতিটি দেশই ভ্যাকসিন আবিষ্কার নিয়ে নিজেদের মতো করে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ব্রিটেন আগে থেকে ভ্যাকসিন মজুতের লক্ষ্যে স্কটল্যান্ডের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থায় এক কোটি ৮০ লক্ষ ডলার বিনিয়োগ করতে চলেছে। অন্যদিকে, জনসন অ্যান্ড জনসন সংস্থা তাদের পরীক্ষামূলক কোভিড-১৯ ভ্যাকসিনের ১০ কোটি ডোজ আমেরিকাকে সরবরাহ করতে চলেছে।

এদিকে গত তিন মাসের মধ্যে মাত্র এক দিনের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ হল জার্মানিতে। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, এক দিনে ১,০৪৩ জন করোনা সংক্রামিত হয়েছেন।

এই পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে বড় কোনো খেলা বা মিউজিক কনফারেন্সের মতো বড় অনুষ্ঠানের আয়োজন সম্ভব নয় বলে জানিয়ে দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি ব্যাংক অব ইংল্যান্ড দাবি করেছে, ব্রিটেনের অর্থনীতি ঘুরে দাঁড়াতে বেশ সময় লাগবে। এ বছরের শেষে বেকারত্বের হার সাড়ে সাত শতাংশে পৌঁছেবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সূত্র : বর্তমান


আরো সংবাদ



premium cement
চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত

সকল