০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ছাড়ালো

-

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৬৭ হাজার ৪০৮ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৯৬১ জনে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ লাখ ৩৭ হাজার ১৭০ জন এবং দেশটিতে মারা গেছেন প্রায় ১ লাখ ৬ হাজার ১৯৫ জন, যা বিশ্বে সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। এরপরই রয়েছে ইতালি, ব্রাজিল, ফ্রান্স ও স্পেন। তবে আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিল। পরে রয়েছে যথাক্রমে রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, ইতালি। আক্রান্তের হিসেবে সপ্তম অবস্থানে রয়েছে ভারত।

এ দিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪০ জন করোনাভাইরাসে মারা গেছেন বলে রোববার জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫৪৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা: নাসিমা সুলতানা জানান, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৫০ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৫৩ জনে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


আরো সংবাদ



premium cement
গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-মিসরের আলোচনা দুই অঞ্চলে ঝড়ের আভাস আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খারকিভ-নিপ্রো অঞ্চলে আহত ৬ যুদ্ধবিরতি : নিজেদের অবস্থান পরিষ্কার করল হামাস কাশ্মিরে ভারতীয় বিমানবাহিনীর গাড়িতে হামলা, হতাহত ৫ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলল সেদিন কেন এমন করেছিলেন শাহরুখ!

সকল