২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চীনের জিডিআই নিয়ে এখনই কিছু বলার নেই : শাহরিয়ার আলম

চীনের জিডিআই নিয়ে এখনই কিছু বলার নেই : শাহরিয়ার আলম - ছবি : সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার বলেছেন, চীনের নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই) একটি নতুন ঘটনা এবং বাংলাদেশের পক্ষ থেকে কিছু না করা পর্যন্ত বলার মতো কিছু নেই।

তিনি বলেন, একটি কমিটি রয়েছে যারা বিষয়টি খতিয়ে দেখবে।

রাজধানীর একটি হোটেলে এক ইন্টারেক্টিভ সেশনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা জিডিআই-এর বিষয়ে এখনো এমন কোনো পর্যায়ে পৌঁছাতে পারিনি।’

একটি গণমাধ্যমের সাথে কথোপকথনের সময় তিনি এ কথা জানান।

শাহরিয়ার বলেন, বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগ দিয়েছে এবং বিআরআই নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন নিষেধাজ্ঞার কোনো কারণ দেখছি না।

তিনি আরো বলেন, সরকার কোথাও কোনো চাপে নেই।

একটি রাজনৈতিক প্রশ্নের বিষয়ে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সমান রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন।

শাহরিয়ার আশা প্রকাশ করেন যে সব রাজনৈতিক দল তাদের অঙ্গীকারের পরিচয় দিয়ে নির্বাচনে অংশ নেবে।

রোহিঙ্গা সঙ্কট প্রসঙ্গে তিনি বলেন, সরকার যথাসাধ্য চেষ্টা করছে এবং সঙ্কট সমাধানে বড় বড় দেশগুলোর সহযোগিতা কামনা করেছে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে কোনো নিরাপত্তা হুমকি নেই এবং নিরাপত্তা সহযোগিতা মানে কোনো জোটে যোগ দেয়া নয়।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement