১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

তুরস্কে মেডিক্যাল ও উদ্ধারকারী দল পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ : পররাষ্ট্র মন্ত্রণালয়

-

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ৫ হাজারের বেশি মানুষ নিহত এবং অস্যংখ্য মানুষ আহত হওয়ার ঘটনায় সেখানে উদ্ধার অভিযানে যোগ দিতে তুরস্কে দুটি দল পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন ইউএনবিকে বলেছেন, ‘আমরা দুটি দল পাঠানোর পরিকল্পনা করছি- একটি জরুরি মেডিক্যাল টিম ও একটি উদ্ধারকারী দল।’

তুরস্ক ও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্পে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হাজার হাজার ভবন ধসে পড়েছে। সেখানে ধ্বংসস্তূপ থেকে আরো বেঁচে থাকা লোকদের উদ্ধারের জন্য তীব্র ঠান্ডার মধ্যেও সোমবার সারা রাত অনুসন্ধান কার্যক্রম চালিয়েছে উদ্ধারকারীরা।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement