০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে : মিলার

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে : মিলার - ছবি : সংগৃহীত

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ‘নতুন উচ্চতা’য় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। তিনি বলেন, শিগগিরই ওয়াশিংটন থেকে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। দুই দেশের সম্পর্ক আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনার প্রস্তুতি শুরু করেছে ওই প্রতিনিধি দল।

বুধবার প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী'র সাথে বিদায়ী সাক্ষাতের সময় মিলার এসব কথা বলেন।

তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টার দফতরে বিকাল ৪টা ৩০ মিনিট থেকে ০৫টা ৩০ মিনিট পর্যন্ত বৈঠক করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকাস্থ আমেরিকা দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন মিস হেলেন লাফেইভ ও রাজনৈতিক শাখা প্রধান আর্তুরো হাইনস।

আলোচনায় যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে প্রায় তিন বছর দুই মাস অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উন্নয়নের যেসব বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়েছিলেন সেগুলো নিয়ে আলোচনা করেন। উপদেষ্টা গওহর রিজভীও ব্যাবসা-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যাবস্থাপনায় দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন।


আরো সংবাদ



premium cement