২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কাতারের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ঢাকার

- ছবি - ইউএনবি

বাংলাদেশ-কাতার বাণিজ্য সম্পর্ককে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন দুই দেশের বাণিজ্য সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, কাতারে চার লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশীর উপস্থিতি দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি।

মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. আহমাদ হাসান আল হাম্মাদির সাথে বৈঠককালে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত জসিম।

পররাষ্ট্র সচিব বাণিজ্য সম্পর্ক জোরদার করার বিষয়ে রাষ্ট্রদূতের সাথে একমত প্রকাশ করে সরকারি ও বেসরকারি পর্যায়ে দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং এ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে একমত হন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বৈঠকে বাংলাদেশ-কাতারের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

করোনা মহামারির সময় প্রবাসী বাংলাদেশীদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য রাষ্ট্রদূত কাতার সরকারকে ধন্যবাদ জানান।

দু’দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে কাতারে বাংলাদেশী কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে পররাষ্ট্র সচিবের সাথে রাষ্ট্রদূত আলোচনা করেন।

কাতারের পররাষ্ট্র সচিব বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশী নাগরিকদের অবদানের প্রশংসা করেন এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহায়তার আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত, বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী এবং পেশাজীবী নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement