১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হতে হবে সমান সমান : সাবেক রাষ্ট্রদূত আব্দুস সালাম

-

সাবেক রাষ্ট্রদূত আব্দুস সালাম বলেছেন, ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ। ভারতের সহযোগীতা ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। কিন্তু তাই বলে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের বদলে নয়। আমাদের সম্পর্ক হতে হবে সমানে সমানে, ভাইয়ের মতো।

শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীস্থ আওয়াজ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত ইন্দ্রো-বাংলা সম্মেলন-২০১৯ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাবেক এ রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের অনেক সাহায্য-সহযোগিতা করেছে। একারণে আমরা খুবই অল্প সময়ে স্বাধীনতা লাভ করতে পেরেছি।

বিভিন্ন দেশে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করে আসা আব্দুস সালাম বলেন, ভারতের সাথে অনেক অমীমাংসিত ইস্যু রয়েছে অনেক ইস্যুর মীমাংসা-ও হয়েছে। ইতোপূর্বে গঙ্গা ও ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। বর্তমানে ভারত সরকারের সাথে আমাদের সরকারের সু-সর্ম্পক রয়েছে। তিস্তাসহ আরো যেসব অমীমাংসিত বিষয় রয়েছে সেসবরেও সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জ্যোতি প্রকাশের স্বত্ত্বাধিকারী ও ইন্দো-বাংলা সেতু বন্ধনের সভাপতি মোস্তফা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম উদ্যাক্তা সাংবাদিক আবু আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সম্পাদক আইনুলহক, পশ্চিমবঙ্গের  লেখক ও অভিনেত্রী অজন্তা দেব বর্মন, বাংলা টিভির বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরিইউ)সাবেক যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, ডিআরইউ’র কল্যাণ সম্পাদক কাওসার আজম, সাবেক কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল কাফি, প্রাণিসম্পাদ বিশেষজ্ঞ ডা. আমিন উদ্দিন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নাহিদুল হাসান নয়ন প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিক্ষোভ বাড়ছে আগামীকাল বঙ্গোপসাগর এলাকায় শুরু হচ্ছে মাছ শিকারে নিষেধাজ্ঞা মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ২টি গ্রামে আরাকান আর্মির হামলা ‘কিরগিজস্তানকে আমাদের গভীর উদ্বেগ জানিয়েছি, কোনো বাংলাদেশী শিক্ষার্থী গুরুতর আহত হয়নি’ আওয়ামী লীগ পরগাছায় পরিণত হয়েছে : জিএম কাদের গোপনে ইসরাইলে অস্ত্র সরবরাহ, ভারতীয় জাহাজ আটকে দিলো স্পেন বন্ধুর বাড়ি থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার রাণীনগরে ১৪ কেজি ওজনের লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার কিরগিজস্তানে থাকা আতঙ্কিত বাংলাদেশী শিক্ষার্থীরা দেশে ফিরতে চায় আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করে দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে : মোবারক হোসাইন ওএমএস বিতরণে গাফলতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : খাদ্যমন্ত্রী

সকল