০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


কাজী জহিরুল ইসলাম

মেঘলা ভোর

-

মেঘ এঁকেছে ভেলভেটের পর্দা কিছু ভারী
এ-যেন ঠিক আলো-বাক্যে
হঠাৎ খাড়া যতিচিহ্ন, দাঁড়ি।

অলস কিছু ছেঁড়া-গুচ্ছ যাচ্ছে ভেসে, কমা
আকাশে হাট বসেছে আজ ওদেরই রমরমা।

আশ্চর্যবোধক কিছু চিহ্ন আঁকা মেঘ
রঙের বিভা ছড়িয়ে ওরা বাড়ালো উদ্বেগ।

কিছু প্রশ্নবোধক মেঘ ফাঁক-ফোকরে উঁকি
আলোক-রেখা হঠাৎ বলে, এখান দিয়ে ঢুকি?

সুযোগ পেয়ে ভোরের আলো বর্শা ছুড়ে দিলো,
মেঘলা ভোরে ছায়ার খেলা, অগ্নি-ঝিলমিলও।


আরো সংবাদ



premium cement