১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬
`
মুস্তফা হাবীব

নজরুল

-

অগ্নিবীণা বাজিয়ে যে তপ্ত সুরের দোলায় দুলিয়ে তুমি
মানুষের সুপ্ত প্রাণে জাগিয়ে গেলে প্রতিবাদী তরঙ্গ
সুপার সাইক্লোন ভেবে মানুষ আজও তোমাকে মনে রাখে
কাল পরম্পরায় থাকবে তুমি- অগ্নিধারায় সমুজ্জ্বল।

বদ্ধ ঘরে না থাকার সংকল্পে মানুষ মুক্তিপাগল বীর,
স্বদেশে সত্য প্রতিষ্ঠায় জীবন বিলিয়ে দিতে উদ্যত আজ
একশো চুয়াল্লিশ ধারাকে তুড়ি মেরে ছুঁড়ে দেয় দূরে
স্বাধীনতার স্নিগ্ধজলে ভাসবে বলে ভাঙতে চায় সংবিধান।

তোমার লেখা রণসঙ্গীত আজও শক্তির অনন্য আধার,
বাঁচার মতো বাঁচতে মানুষে মননে আঁকে দ্রোহের দীপশিখা
তাই অদম্য সাহসে বুকে তুলে নেয় জলকামান
কাল নাগিনী, পাষাণ পাথর সরিয়ে দিতে জীবন বাজি রাখে।

তুমি আমার এবং শোষিত বঞ্চিত জনতার প্রিয় কবি
আশার প্রদীপ, আগামী দিনের অনির্বাণ বাতিঘর
এগারো জ্যৈষ্ঠ চাঁদ হয়ে আবির্ভূত হলে পৃথিবীর আকাশে
তুমি আছো, থাকবে শতাব্দীর পর শতাব্দী- হাজার বছর।


আরো সংবাদ



premium cement