১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


পিতা, তোমাকে স্মরণ করি

-


পিতা, নির্মম অজ্ঞানে তোমাকে স্মরণ করি
মানুষ কি আজ পৃথিবীতে মানুষের নিকটতম অর্থ?
উত্তরহীন এই প্রশ্নে ব্যস্ত সমস্ত মানুষ নরকের চাবি
খুঁজে বেড়ায়।

ভূগোলকে গড়তে জানে না যে পৃথিবীর মানুষ
সেই কালো আর সাদা ছায়া
দিকচিহ্নহীন হয়ে ঘুরে।

শিশিরের মতো স্বচ্ছতায় পৃথিবীর
কোনো কিছুই নেই
নদী সততই দূর নদীতে ফুরায়,
মানুষের হৃদয় কৃষ্ণ থেকে কৃষ্ণতর হয়
কে জানে কিসে মানুষের ক্ষয় আর জয়।


আরো সংবাদ



premium cement