১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


তুমি অন্তরে অন্তরে

-

কে বলে আড়ালে তুমি ‘লোক লোকান্তর’-এ,
তুমি তো ‘গন্ধবণিক’ মৃত্তিকা অন্তরে,
শতবর্ষ, সহস্্রাব্দ পার হয়ে ‘কালের কলসে’
বাজে তোমার ঘুঙুর,
হারিয়ে যাবে না ধ্রুব, ‘সোনালী কাবিন’ হাতে
গাঙের ঢেউয়ের মত বলবে কবুল কবুল।
ওপারে কে যেন বলে উচ্ছ্বসে ‘মায়াবী পর্দা দুলে ওঠো’
এসেছি সোনালী তাজ পরে ভূমিপুত্র আমি,
নিজ হাতে ‘অদৃষ্টবাদীদের রান্নাবান্না’ করে দেবো
একটু পরেই আসবে দুখীদের রাজা সতেরো সওয়ারী
‘বখতিয়ারের’ ঘোড়া,Ñ
নেকাব সরায়ে দেখাবে ‘আরব্য রজনীর রাজহাঁস’
‘প্রহান্তরের পাশফেরা’ অনন্য সৈনিক।
‘এক চক্ষুহরিণ’ যতই সুন্দর হোক
তোমাদের হৃদয়ের দাবি-
এখনো আসে না কেন ‘মিথ্যাবাদী রাখাল’?
‘আমি দূরগামী’ দূরদেশে চলে যাবো,
দুয়ারে এসেছে ‘দোয়েলও দয়িতা’
‘নদীর ভিতরে নদী’, তাই তুমি ‘দি¦তীয় ভাঙন’
দিয়ে ‘উড়াল কাব্য’ উড়িয়ে ময়ূরপঙ্খী নায়ের
পালক ছড়িয়ে দিলে চারদিকেÑ
আর বললেÑ ‘না কোন শূন্যতা মানি না’
আমি ‘বিরামপুরের যাত্রী’ আর
‘তোমার জন্য দীর্ঘ দিবস দীর্ঘ রজনী’
অপেক্ষা করছে,
‘বারুদগন্ধি মানুষের দেশে’ হবে তোমার অধিবাস।
স্মিতকণ্ঠে ঘোষণা করলেÑ
‘তুমিই তৃষ্ণা তুমিই পিপাসার জল’।
এমন অমিত উচ্চারণে তোমার ‘সেলাই করা মুখ’
যেন কত যুগ পড়ে আছে ‘পিপাসার বালুচরে’।
তুমি লোক লোকান্তরে নও,
তুমি অন্তরে অন্তরেÑ


আরো সংবাদ



premium cement