১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


এক চিলতে মাটি

-


শঙ্খচিলের- রূপকল্প আমি
দিয়েছি সারি সারি দেশ পাড়ি,
দেখি এক জাতিতে বহু জাতি
বাহারি সংস্কৃতি- চিত্তহারী,
প্রেম-ভালবাসা আরো কত কী
আছে মনুষ্যত্বের- প্রতিহারী,
এরই মাঝে- চরে একঝাঁক
মুখোশ পরা গণহত্যাকারী।

নেই নেই, শানিতে নেই কেউ
অসুরের বংশীয়রা ছাড়া,
দেখি ওদের উচ্চে সমাসীন
বিবেকীদের দেখি ঘরহারা,
ভূমিতল ভেজা টাটকা রক্তে
নামতে না পেরে দিশেহারা,
এক চিলতে মাটি চাই আমি
রেখে পা শান্তি পাবো যার দ্বারা।


আরো সংবাদ



premium cement