১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


বিশ্বসাহিত্যের টুকিটাকি

-

ব্রাজিলের ফুটবল নিয়ে বই
মতিন মাহমুদ
মাসব্যাপী বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা এখন শেষের পথে। কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সেমিফাইনাল, তারপর ফাইনাল। জয়ী দেশ কাপ নিয়ে চলে যাবে। এভাবেই শেষ হয়ে যাবে গ্রেটেস্ট শো অন আর্থ। এ ফুটবল নিয়ে দেশে দেশে রচিত হয়েছে অনেক বই। ননফিকশনই বেশি, কিছু ফিকশনও আছে। এ দিক থেকে বাংলা সাহিত্য অনেকখানি পিছিয়ে। পশ্চিমবঙ্গে কিছু বই বের হলেও আমাদের এখানে তেমন চোখে পড়ে না। বিশ্বসেরা প্রকাশনা সংস্থা পেঙ্গুইন ফুটবল নিয়ে বেশ কিছু বই বের করেছে। এর মধ্যে একটি বইয়ের নাম ‘ফুটবল ন্যাশন : এ ফুটবলিং হিস্ট্রি অব ব্রাজিল’। ফুটবলের বানান স্প্যানিশ স্টাইলে ঋটঞঊ ইঙখ। লিখেছেন ডেভিড গোল্ড ব্লাট। তিনি এই বইয়ে দেখিয়েছেন ব্রাজিল কতখানি ফুটবল আমুদে জাতি। তাদের জীবনাচরণে বা লাইফস্টাইলের সঙ্গে মিশে আছে ফুটবল। এর সাথে শুধু আনন্দই নেই, আছে দুর্নীতি, জরা এবং হতাশাও। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের লেকচারার ও বিখ্যাত ক্রীড়ালেখক ডেভিড গোল্ড ব্লাট পাঁচবার বিশ্বকাপজয়ী ব্রাজিলকে দেখেছেন ভালোমন্দ সব মিলিয়েই। তিনি তুলে এনেছেন খেলোয়াড়দের জীবন, ভক্তদের ভালোবাসার কথা সেই সঙ্গে ফুটবলকে নিয়ে অন্ধকার দিকগুলোও। প্রিয় খেলা ফুটবলকে ঘিরে ব্রাজিলের অধিবাসীদের চমৎকার ইতিহাসই যেন ফুটে উঠেছে এ বইয়ে। শুধু ব্রাজিলবাসী নয়Ñ তাদের প্রতি ভালোবাসা আছে বিশ্বের বহু ফুটবল আমুদে দেশের সাধারণ দর্শকের। এসব ফুটে উঠেছে এই বইয়ে।

আর্জেন্টিনার ফুটবল নিয়ে বই
ফুটবলে আরেকটি আলোচিত দেশের নাম আর্জেন্টিনা। ম্যারাডোনা, মেসি, ক্যাবিজিয়া এবং ডি মারিয়া। এরা এক দিকে যেমন ফুটবলের মহানায়ক, আবার ঘটনার আবর্তে ট্র্যাজিক হিরোও বটে। আর্জেন্টিনা দু’বার বিশ্বকাপ জয় করেছে। ম্যারাডোনার হাত ধরে একবার বিশ্বকাপ পেলেও আরেকবার ছিটকে যায় কাছে এসে। বিগত বিশ্বকাপেও তারা এগিয়ে ছিল অনেকখানি। কিন্তু এবার ছিটকে পড়ল দ্বিতীয় রাউন্ডেই। আর্জেন্টিনার ফুটবলের এসব ভালো ও মন্দ উভয় দিক নিয়ে বই লিখেছেন জোনাথন উইলসন। তাই বইয়ের লস ‘অ্যাঞ্জেলেস উইথ ডার্টি ফেসেস’। আর্জেন্টিনাও অনেকটা ফুটবল নিয়ে বেঁচে আছে। সে দেশের জনগণেরও জীবন চলায় ও শ্বাস-প্রশ্বাসে রয়েছে ফুটবল। সেই সাথে তারা ভালোবাসা আদায় করে নিয়েছে বিশ্ববাসীর। কিন্তু তাদের ব্যর্থতা, অবহেলা বিশ্বাসীকে দুঃখ দেয়। এ সব কিছু নিয়েই এই বই।


আরো সংবাদ



premium cement
দুবাইয়ে বাংলাদেশীদের শত শত বাড়ি হলো কিভাবে সরকার দেশের গণতন্ত্র ও নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করেছে : নিতাই রায় সাভারে শিকল দিয়ে কুকুরের সাথে বেঁধে নির্যাতনের সেই মামুন গ্রেফতার ইসলামী সমাজ বিনির্মাণে সাহসিকতার সাথে তৎপরতা চালাতে হবে : ডাঃ শফিকুর রহমান ট্যুরিস্ট ভিসায় ৩ দিন ভারত ভ্রমণ করতে পারবেন না বাংলাদেশীরা রাশিয়ায় অস্ত্র রফতানির কথা অস্বীকার করেছে উ. কোরিয়া এফএলজেএফের সভাপতি মুন্না, সম্পাদক জাহিদ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে চাচি শাশুড়িকে হত্যা ইউক্রেনের শতাধিক ড্রোন প্রতিরোধের দাবি রাশিয়ার আরো ২ দিনের তাপপ্রবাহের সতর্কবার্তা বাবরকে চাপমুক্ত করতে চান কারস্টেন

সকল