২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডে ৪১ জন নিয়োগ

-

সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডে (এসজিসিএল) নিচে বর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২০, রাত ১২টা পর্যন্ত। লিখেছেন মাহমুদা সুলতানা

পদের নাম : সহকারী ব্যবস্থাপক। (পার্সোনেল/ নিরাপত্তা/ স্টোর/ সাধারণ সেবা/ প্রকিউরমেন্ট/ সমন্বয়)।
পদের সংখ্যা : ৬টি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
আবেদনের যোগ্যতা : প্রথম শ্রেণী/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণী/ সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তরসহ সম্মানে দ্বিতীয় শ্রেণী/ সমতুল্য সিজিপিএ বা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।
পদের নাম : সহকারী ব্যবস্থাপক (লিগ্যাল)।
পদের সংখ্যা : ১টি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
আবেদনের যোগ্যতা : আইন বিষয়ে প্রথম শ্রেণী/ সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর বা সম্মানে দ্বিতীয় শ্রেণী/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।
পদের নাম : সহকারী ব্যবস্থাপক (বাজেট ও ইন্স্যুরেন্স/ পে-রোল ও বিল/ জেনারেল ও স্টোর একাউন্টস/ রাজস্ব ও এমআইএস/ নিরীক্ষা/ রাজস্ব)।
পদের সংখ্যা : ৭টি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
আবেদনের যোগ্যতা : বাণিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণী/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তরসহ বা বাণজ্যিক বিষয়ে দ্বিতীয় শ্রেণী/ সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তরসহ সম্মানে দ্বিতীয় শ্রেণী / সমতুল্য সিজিপিএ বা বাণিজ্যিক বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান)/ সিএ বা আইসিএমএ (ইন্টারমিডিয়েট)/ এমবিএ ডিগ্রি।
পদের নাম : সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)।
পদের সংখ্যা : ৪টি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
আবেদনের যোগ্যতা : মেকানিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ৫ বছরের অভিজ্ঞতাসহ মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
পদের নাম : সহকারী প্রকৌশলী (সিভিল)।
পদের সংখ্যা : ৪টি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
আবেদনের যোগ্যতা : সিভিল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ৫ বছরের অভিজ্ঞতাসহ সিভিল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
পদের নাম : সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)।
পদের সংখ্যা : ৩টি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
আবেদনের যোগ্যতা : ইলেকট্রিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ৫ বছরের অভিজ্ঞতাসহ ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং।
পদের নাম : সহকারী প্রকৌশলী (সিএসই)।
পদের সংখ্যা : ১টি।
বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-
আবেদনের যোগ্যাতা : সিএসই বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ৫ বছরের অভিজ্ঞতাসহ সিএসই বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
পদের নাম : সহকারী সমন্বয় কর্মকর্তা (লজিস্টিক/ সাধারণ প্রশাসন)।
পদের সংখ্যা : ২টি।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
আবেদনের যোগ্যতা : স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি বা প্রশাসনিক ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি।
পদের নাম : সহকারী হিসাব কর্মকর্তা (পে-রোল ও বিল/ জেনারেল ও স্টোর একাউন্টস/ রাজস্ব ও এমআইএস/ সহকারী রাজস্ব কর্মকর্তা)।
পদের সংখ্যা : ৫টি।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
আবেদনের যোগ্যতা : বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর /৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ বি কম ডিগ্রি।
পদের নাম : উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)।
পদের সংখ্যা : ৩টি।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
আবেদনের যোগ্যতা : মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
পদের নাম : উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)।
পদের সংখ্যা : ২টি।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-
আবেদনের যোগ্যতা : সিভিল বিষয়ে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
পদের নাম : উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)।
পদের সংখ্যা : ২টি।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৪৬০/-
আবেদনের যোগ্যতা : ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
পদের নাম : উপ-সহকারী প্রকৌশলী (অটোমোবাইল)।
পদের সংখ্যা : ১টি।
বেতন স্কের : ১৬০০০-৩৮৬৪০/-
আবেদনের যোগ্যাতা : অটোমোবাইল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
জরুরি তথ্য : উপরি উক্ত সব পদের ক্ষেত্রে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণী/সমতুল্য সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
আবেদনপত্র পূরণ করা : আগ্রহী প্রার্থীরা যঃঃঢ়://ংমপষ.ঃবষবঃধষশ.পড়স.নফ/ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২০, রাত ১২টা পর্যন্ত। ওই সময়সীমার মধ্যে টংবৎ ওউ প্রাপ্ত প্রার্থীরা ঙহষরহব-এ আবেদনপত্র ঝঁনসরঃ-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ঝগঝ-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
প্রবেশপত্রপ্রাপ্তি : প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যঃঃঢ়://ংমপষ.ঃবষবঃধষশ. পড়স.নফ/ বা সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের ডবনংরঃব:িি.ি ংমপষ.ড়ৎম.নফ-এ এবং প্রার্থীর মোবাইল ফোনে ঝগঝ-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। ঝগঝ-এ প্রেরিত টংবৎ ওউ এবং চধংংংড়িৎফ ব্যবহার করে পরে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিণ্ট করে নেবেন। এ প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় ও উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় দেখাবেন।
জেনে রাখুন : লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ, প্রার্থীর মোবাইলে ঝগঝ-এর মাধ্যমে ও ঝএঈখ-এর ওয়েবসাইট-এর মাধ্যমে জানানো হবে।


আরো সংবাদ



premium cement

সকল