২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

প্রশ্নোত্তর

-

হাবিবা চৌধুরী : নেসাব পরিমাণ অলঙ্কার যদি এক বছরের কম সময় থাকে তাহলে কি এর ওপর জাকাত দিতে হবে। অলঙ্কার আর ব্যাংকে জমা টাকা দুটি আলাদা হিসাব করে নেসাব নির্ধারিত হবে নাকি নগদ ও অলঙ্কারের সম্মিলিত হিসাবে নির্ধারিত হবে।
মাওলানা লিয়াকত আলী : এক বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নেসাব পরিমাণ অলঙ্কার কিংবা অর্থ সম্পদের জাকাত দেয়া ফরজ নয়। তবে কেউ ইচ্ছা করলে বছর পূর্ণ হওয়ার আগেও দিতে পারবে। বছর হিসাব করতে হবে চাঁদের হিসাবে। ইসলামের সব হুকুমই চন্দ্র মাস ও চন্দ্র বছরের সাথে সম্পর্কিত। আর অলঙ্কার ও ব্যাংকে কিংবা নিজের হাতে রাখা টাকা আলাদা নয়, বরং সম্মিলিতভাবে হিসাব করে নেসাব নির্ধারিত হবে এবং জাকাত দিতে হবে। এ ক্ষেত্রে অলঙ্কারের বিক্রয়মূল্য ও নগদ টাকার সমষ্টির ওপর জাকাত ফরজ হবে।


আরো সংবাদ



premium cement