২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


প্রশ্নোত্তর

-

হাবিব হাসান জিন্নুরাইন : আমি বেসরকারি একটি ব্যাংকে চাকরিরত। আমার পি এফ ফান্ডের জাকাত দিতে হবে কি না?

মাওলানা লিয়াকত আলী : যে সম্পদে জাকাত ফরজ হয়, তাতে মালিকের পূর্ণাঙ্গ মালিকানা প্রতিষ্ঠিত হওয়া শর্ত। পিএফ ফান্ড যেহেতু চাকরিরত ব্যক্তির আয়ত্তে থাকে না এবং ইচ্ছামতো যেকোনো সময় ব্যবহার বা ভোগ করা যায় না, এ জন্য তাতে জাকাত দিতে হবে না। কারণ ওই টাকা হস্তগত না হওয়া পর্যন্ত তাতে চাকরিরত ব্যক্তির মালিকানা পূর্ণাঙ্গরূপে প্রতিষ্ঠিত হয় না। যখন সেই টাকা হাতে আসবে, তখন যদি তা নেসাব পরিমাণ হয়, তা হলে এক বছর পূর্ণ হলে তাতে যাকাত দিতে হবে।

 


আরো সংবাদ



premium cement