২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

প্র শ্নো ত্ত র

-

সাব্বির আহমদ : অনেক যুবককে দেখা যায়, একবার দাড়ি রাখে আবার কেটে ফেলে। আবার রাখে। আবার নিজের ইচ্ছামতো ফ্যাশন করে দাড়ি রাখে। এভাবে দাড়ি রাখা যাবে কি?
মাওলানা লিয়াকত আলী : যুবক বয়সে দাড়ি রাখা একটি সৎসাহসের বিষয়। ইসলামে অবিচল বিশ্বাস এবং মহানবী সা:-এর প্রতি অগাধ ভক্তি ও নিরেট ভালোবাসার প্রতিফলন ঘটে যুবক বয়সে দাড়ি রাখার মাধ্যমে। ইবাদত-বন্দেগিতে যথানিয়মে আত্মনিয়োগ করা এবং ইসলামের বৈশিষ্ট্য ও স্বকীয়তা ধারণে দৃঢ়তার পরিচয় দেয়া মুসলিম জীবনে তারুণ্যের প্রকৃত বিজয় ও সাফল্য। তাই যেসব যুবক একবার সাহস করে দাড়ি রাখে, তাদের উচিত এই সিদ্ধান্তে অনড় থাকা। ধর্মীয় বিধান পালনে কারো বিরূপ দৃষ্টি বা কটাক্ষের ভয়ে হীনম্মন্যতায় আক্রান্ত হওয়া মোটেই উচিত নয়। তেমনি দাড়ি রাখতে হবে আল্লাহর নবী সা:-এর অনুসরণের উদ্দেশে। এতে ফ্যাশনের জন্য রাখা বা আশ্রয় নেয়া হলে সুন্নত আদায় হবে না এবং কোনো সওয়াব পাওয়া যাবে না।

 


আরো সংবাদ



premium cement