২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

প্র শ্নো ত্ত র

-

ইয়াসিন নূর : ইসলামী শরিয়তে কাউকে পীরবাবা ডাকার বিধান কী?
মাওলানা লিয়াকত আলী : পীর একটি ফার্সি শব্দ, বাংলায় যার আভিধানিক অর্থ বৃদ্ধ। ব্যবহারিকভাবে শব্দটি গুরুজন বোঝায়। ইসলামী শরিয়া পরিপালনে একজন নির্ভরযোগ্য ও আস্থাভাজন ব্যক্তির নির্দেশনা নেয়া খুবই সহায়ক হয়। এ জন্য এমন কাউকে নির্বাচন করা যুক্তিসঙ্গত যিনি স্বয়ং ইসলামী জ্ঞান, প্রজ্ঞা ও তাকওয়া অর্জনে কোনো নির্ভরযোগ্য ব্যক্তির দীক্ষা গ্রহণ করেছেন। নির্বাচিত ব্যক্তির শিষ্যত্ব গ্রহণকেই বলা হয় মুরিদ হওয়া। সুতরাং এটি একটি ভালো প্রক্রিয়া, যার ধারাবাহিকতার ইতিহাস অনেক দীর্ঘ। পীর যেহেতু উস্তাদ ও গুরুজন, তাই তাকে বাবার মতো সম্মান করায় দোষ নেই। তবে একশ্রেণীর মানুষ এটিকে অতিরঞ্জিত করে এবং তারা ‘পীরবাবা’ নামে একটি পরিভাষা অবিষ্কার করেছে। এমনকি তারা এই নামে ডাকা বাধ্যতামূলক মনে করে। এটি নিশ্চয়ই বাড়াবাড়ি, যা কিছুতেই সমর্থন করা যায় না।


আরো সংবাদ



premium cement