২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ

ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ - ছবি : নয়া দিগন্ত

মাদারীপুরের ডাসারে রশমি বাড়ৈ নামে ১৮ মাসের এক শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ডাসারের অফদা খালের পড়ে এ ঘটনা ঘটে।

শিশুটি ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমুহনী এলাকার পশ্চিম শশিকর গ্রামের নিতাই বাড়ৈ শিশু ছেলে রশমি বাড়ৈ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরির উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ১৮ মাসের শিশু রশমি বাড়ৈ বাড়ির পাশে অফদার খালের পারে বাড়ির অন্য শিশুদের সাথে খেলতে ছিল। তার সাথে খেলতে থাকা অন্য শিশুরা বাড়িতে গেলেও শিশু রশমি বাড়ৈ বাড়িতে না যাওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের স্বজনরা। পরিবারের ধারণা খেলতে খেলতে অফদার খালে পড়ে হারিয়ে যায় শিশু রশমি বাড়ৈ।

খবর পেয়ে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি টিম অফদার খালে শিশুটিকে উদ্ধারের জন্য দীর্ঘ তিন ঘণ্টাব্যাপী তৎপরতা চালিয়েও ব্যার্থ হন।

শিশু রশমি বাড়ৈর মা মিলি বাড়ৈ বলেন, ও বাড়ির অন্য শিশুর সাথে খেলতে দেখে আমি রান্নাঘরে গিয়ে ছিলাম। মাত্র পাঁচ মিনিট পড়ে দেখি আমার রশমি নেই।

খালের ওপারে থাকা কয়েকজন বাচ্চা বলে, ও খালের পাশে খেলতে ছিল। মনে হয় রশমি পানিতেই পড়ে হারিয়ে গেছে। আমি আমার বুকের ধনকে ফিরে পেতে চাই।

নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, দুপুর থেকে শিশুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অবদা খালে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধারের তৎপরতা করেও কোনো হদিস মিলছে না। আমি নিখোঁজ শিশুটির সন্ধানে এলাকার বিভিন্ন জায়গায় মাইকিং করে জানিয়েছি।


আরো সংবাদ



premium cement