১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বেলাবতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত

নিহত মো: নান্নু মিয়া - ছবি : নয়া দিগন্ত

নরসিংদীর বেলাবতে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মো: নান্নু মিয়া (৬৫) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বেলাব উপজেলার বারৈচা-রায়পুরা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নান্নু মিয়া উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর গ্রামের মরহুম হাফিজ খলিফার ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নান্নু মিয়া প্রতিনিয়ত উপজেলার আমলাব বাজার থেকে কাঠ কিনে হোসেন নগর গ্রামের মিলন মার্কেটে তার দোকানে নিয়ে যেত এবং বিভিন্ন আসবাবপত্র তৈরি করে বিক্রি করে আসছিল। অন্য দিনের মতো আজো অটোরিকশা ভরে কাঠ কিনে তার দোকানের উদ্দেশে রওয়ানা দেন নান্নু মিয়া। পরে বারৈচা-রায়পুরা আঞ্চলিক সড়কের তোতা মার্কেটের সামনে পৌঁছালে রাস্তায় থাকা খানাখন্দের গর্তে অটোরিকশার চাকা আটকে রিকশাটি উল্টে যায়। এতে নান্নু মিয়া রিকশার নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত নান্নু মিয়ার ছেলে মাসুম বলেন, তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। কাজের জন্য আমলাব বাজার থেকে কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় গাড়ি উল্টে চাপা পড়ে মারা যান তিনি।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অটোরিকশা উল্টে চাপা পরে একজনের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩ রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ গুম কমিশনের প্রতিবেদনে ভয়াবহ নির্যাতনের চিত্র বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : সোনাগাজীতে আ’লীগ নেতা গ্রেফতার দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ

সকল