ফতুল্লায় ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ১০ জুন ২০২৩, ১১:৫৮

ফতুল্লায় তুচ্ছ ঘটনায় আবু তাহের নামে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আবু তাহের ঢালিপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া ও জামাল মিয়ার পাশাপাশি বাসা। রাতে তাদের শিশুদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি আবু তাহের কাছ থেকে দেখে দুই শিশুর পরিবারকে শান্ত করতে যান। এতে ক্ষিপ্ত হয়ে লামিয়া ও তার লোকজন তাকে পিটিয়ে আহত করে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা