২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ফরিদপুরে যুবককে হাতুড়িপেটা করে পেঁয়াজ লুট

ফরিদপুরে যুবককে হাতুড়িপেটা করে পেঁয়াজ লুট। - প্রতীকী ছবি

ফরিদপুরের সালথা উপজেলায় গোলাম আলী (২৩) নামে এক যুবককে হাতুড়িপেটা করে তার সাথে থাকা প্রায় ২০ মণ পেঁয়াজ লুট করেছে দুর্বৃত্তরা। স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

সোমবার (৫ জুন) সকালে উপজেলার ভাবুকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গোলাম আলী একই উপজেলার খোয়াড় গ্রামের শামচেল ফকিরের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে দু’টি ভ্যানে প্রায় ২০ মণ পেঁয়াজ নিয়ে বালিয়াগট্টি বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন গোলাম আলী। পথে ভাবুকদিয়া এলাকায় পৌঁছালে হামলা চালিয়ে তাকে হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পেঁয়াজ লুট করে দুর্বৃত্তরা। গোলাম আলীকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা আরো জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদ্যমান বিবাদের জের ধরে অপরপক্ষ এ হামলা করেছে। আহত গোলাম আলী উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের অনুসারী বলেও তারা জানায়।

গোলাম আলীর পরিবারের দাবি, ভাবুকদিয়া এলাকার আতিক, হাসিব, ইমনসহ আরো কয়েকজন এ হামলায় জড়িত।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শেখ সাদিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড ‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের

সকল