২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ফরিদপুরে কাগজি লেবুর হালি ১০০ টাকা

কাগজি লেবু বিক্রি হচ্ছে ১০০ টাকা হালি। - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাজারে এক হালি কাগজি লেবুর দাম ১০০ টাকা। তবে এলাচি লেবু ও সিডলেস লেবুর হালি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শনিবার (১ এপ্রিল) পৌরসদরের কাঁচাবাজারে এ চিত্র দেখা গেছে।

বোয়ালমারী পৌরসভার দক্ষিণ শিবপুর গ্রামের বাসিন্দা ও লেবু ক্রেতা পল্লব কুমার বালা জানান, শনিবার বিকেলে ১২টি কাগজি লেবু ৩০০ টাকা দিয়ে কিনেছেন। বাজারে অন্যান্য জাতের লেবু ৩০ থেকে ৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।

বাজারে সাধারণত কাগজি লেবু সচরাচর চোখে পড়ে না। এ লেবুর চাহিদা বেশি থাকলেও বাজারে একেবারে নেই বললেই চলে, তাই দাম বেশি।

ছোলনা গ্রামের বাসিন্দা মো: মিজানুর রহমান বলেন, কাগজি লেবু এখন আর পাওয়া যায় না। এ যেন আমাদের মাঝ থেকে অনেকটা হারিয়ে যাচ্ছে। মাঝেমধ্যে চোখে পড়লেও পরিমাণে কম, দামও আকাশছোঁয়া।

এ বিষয়ে লেবু বিক্রেতা ও উপজেলার বর্নিচর গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী বলেন, কাগজি লেবু স্বাদে-গন্ধে একেবারেই আলাদা। চাহিদা বেশি থাকলেও একেবারেই পাওয়া যায় না। অল্প কিছু লেবু গ্রাম থেকে বেশি দামে কিনেছি। তাই কী আর করবো বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

তিনি আরো বলেন, ছোট সাইজের কাগজি লেবুর হালি ৬০ টাকা, মাঝারি সাইজের ৮০ টাকা আর বড় সাইজেরগুলো ১০০ টাকায় বিক্রি করছি। এছাড়াও বিভিন্ন জাতের লেবু ২০ টাকা, ৩০ টাকা ও ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী

সকল