২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯, ৩ রমজান ১৪৪৪
`

আশুলিয়ায় পুলিশের চেকপোস্ট

আশুলিয়ায় পুলিশের চেকপোস্ট - ছবি : নয়া দিগন্ত

১০ ডিসেম্বরের আগে রাজধানী ঢাকার প্রবেশমুখ আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছে পুলিশ। তবে পুলিশ বলছে, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই তল্লাশি করা হচ্ছে। কোনো যাত্রীকে হয়রানি করা হচ্ছে না।

শুক্রবার সকাল ১০টার দিকে আশুলিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, তারা দূরপাল্লার বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করছেন। আবার অনেক গাড়ির কাগজপত্র না থাকা, প্রাইভেটকারের চালকরা সিটবেল্ট না বাঁধাসহ বিভিন্ন কারণে মামলা দেয়া হচ্ছে। আর এগুলো সম্পূর্ণ নিয়মিত কাজের অংশ হিসেবেই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ কম রয়েছে। যার ফলে সাধারণ যাত্রীরা পায়ে হেঁটে আবার কেউ রিকশায় করে গন্তব্যস্থলে যাচ্ছেন। এছাড়া শুক্রবার বিভিন্ন সরকারি-প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যার ফলে যাত্রীদের চাপও কম রয়েছে।

এদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে দায়িত্বরত আশুলিয়া থানার এসআই ফরহাদ বিন করিম জানান, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই তল্লাশি করা হচ্ছে।


আরো সংবাদ


premium cement
দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু শূন্য, শনাক্ত ৮ ডেঙ্গুতে নতুন মৃত্যু ও আক্রান্ত নেই সুশাসন ও মজবুত গণতন্ত্র ছাড়া স্বাধীনতা অর্থবহ হবে না : হারুনুর রশিদ খান স্বাধীনতার অর্ধশতাব্দি পরেও জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি পূরণ হয়নি : আব্দুস সবুর ফকির ভারতে ২-৪ বছর সাজাভোগ শেষে দেশে ফিরল বাংলাদেশী ৯ নারী ও শিশু সামরিক জোট গড়ছে না চীন ও রাশিয়া : পুতিন সেহরি জন্য ডাকতে ৩ হাজার ৪০০ ঢোল বাজানো হয় যে শহরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আয়ারল্যান্ডের অধিনায়ক বদল স্বাধীনতার লক্ষ্য বাস্তবায়নে এক হয়ে লড়তে হবে : ছাত্রশিবির এমপির সামনে আ’লীগ নেতাকে পেটাল দলীয় অন্য নেতার কর্মীরা মারবার্গ ভাইরাস আক্রান্তদের অর্ধেকেরই মৃত্যু হয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সকল