ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে বিএনপিকর্মী গ্রেফতার
- ফরিদপুর প্রতিনিধি
- ০৮ ডিসেম্বর ২০২২, ১৯:২৫

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গায় এ কে এম উজ্জ্বল হোসেন নামের এক বিএনপিকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার উজ্জ্বল হোসেন উপজেলা বিএনপির সদস্য বলে জানা গেছে। তিনি আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত সালাম হোসেনের ছেলে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, এ কে এম উজ্জ্বল হোসেন (উজ্জ্বল) নামে একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে কটূক্তির একটি লিঙ্ক শেয়ার করায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: সোহেল চৌধুরী আহাদ থানায় একটি অভিযোগ করেন। এ অভিযোগে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা