২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পদ্মায় গোসলে নেমে শিশুর মৃত্যু

পদ্মায় গোসলে নেমে শিশুর মৃত্যু - ছবি : সংগৃহীত

মাদারীপুরের শিবচরে পদ্মানদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো: আরাফাত (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আবদুর রহিম (১০) নামের আরো এক শিশু।

বৃহস্পতিবার সন্ধ্যায় আরাফাতের লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকেল ৩টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের চরচান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বিকেলে পদ্মা নদীতে সাতটি শিশু একসাথে গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে দুটি শিশু ডুবে যায়। অন্যরা সাঁতরে ওঠার পর বিষয়টি জানালে ঘটনাস্থলে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। ডুবুরিরা তল্লাশি চালিয়ে সন্ধ্যার দিকে এক শিশুর লাশ উদ্ধার করে। এখনো এক শিশু নিখোঁজ রয়েছে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বিকেলে বাল্কহেড থেকে শিশুরা লাফিয়ে পড়ছিল। এ সময় স্রোতের টানে দু’শিশু বাল্কহেডের নিচে চলে যায়। পরে তাদের একজনের লাশ উদ্ধার করা হয়। অপরজন এখনো নিখোঁজ রয়েছে।

কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহানুর আলী বলেন, স্থানীয় ডুবুরি নিয়ে নৌপুলিশের সদস্যরা তল্লাশি চালিয়ে এক শিশুর লাশ উদ্ধার করেছে। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি অভিযান চলছিল। তবে এখনো এক শিশু নিখোঁজ রয়েছে। তারা গোসল করতে পদ্মানদীতে নেমেছিল।


আরো সংবাদ



premium cement
ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না

সকল