২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

‘দেশের জনগণ ইভিএম প্রতারণা মেনে নেবে না’

‘দেশের জনগণ ইভিএম প্রতারণা মেনে নেবে না’ - ছবি : নয়া দিগন্ত

বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপিসহ বাংলাদেশের মানুষ ইভিএম মাধ্যমে নির্বাচন মানে না। বর্তমান সরকার ভোটচুরি নয় ইভিএম-এর মাধ্যমে প্রতারণা করে আবার ক্ষমতায় আসতে চায়। তাই অবিলম্বে জনগণের দাবি মেনে নিয়ে ব্যালটের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের জুলুম-নির্যাতনে বাংলাদেশের প্রতিটি মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই বর্তমান সরকারের জুলুম, নির্যাতন ও অত্যাচারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে।

বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিরোধী নেতা-কর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে শনিবার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুরের আঙ্গারিয়া বন্দর এলাকায় শরীয়তপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশব্যাপী বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ নেতা-কর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে। ডা: মঈন খান ও খন্দকার মোশারফের মতো সিনিয়র নেতৃবৃন্দও এই হামলা থেকে বাদ পড়েননি। দুই কোটি টাকা দুর্নীতির অভিযোগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার কারাগারে। আর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে যুবলীগের সভাপতি সম্রাট বাইরে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম শাহ, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্যা, সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এদিকে ওই দাবিতে একই সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদারের নেতৃত্বে শরীয়তপুর মডেল টাউনে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন ফকির, সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল, যুব বিষয়ক সম্পাদক ইজাজুল ইসলাম মামুন, জেলা যুবদলের সভাপতি আরিফ উজ্জামান মোল্যা, সহ-সভাপতি মনির হোসেন মাঝি প্রমুখ।


আরো সংবাদ



premium cement
মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব

সকল