২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মসজিদের জমি দখল : প্রতিবাদে ডেমরায় মানববন্ধন

মসজিদের জমি দখল : প্রতিবাদে ডেমরায় মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

রাজধানীর ডেমরায় মসজিদের জায়গা আত্মসাৎ করার ঘটনায় মসজিদ রক্ষার্থে প্রতিবাদ ও মানবন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার জুমার পর পূর্ব-বক্সনগর মাদিনাতুস-সালাম জামে মসজিদের সামনে রাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, এলাকাবাসীকে ফাঁকি দিয়ে সম্প্রতি ওই মসজিদের ৭.৬ শতাংশ স্থান কৌশলে নিজের নামে সাব-কবলা রেজিস্ট্রি করেছেন মসজিদটির প্রস্তাবিত মোতোয়াল্লী মো: নাসির উদ্দিন। এর প্রতিবাদ জানাতেই মানববন্ধন করেছেন মুসল্লি ও এলাকাবাসী।

মানবন্ধনে উপস্থিত মুসল্লিরা সরকার ও দেশবাসীর কাছে অনতিবিলম্বে মসজিদের আত্মসাৎ করা জায়গা প্রতারক নাসিরের কাছ থেকে উদ্ধার করে ওয়াক্ফ করার দাবি জানান।

মসজিদটির সভাপতি মো: নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: মঞ্জুর রশীদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদের সাবেক উপসচিব আব্দুস সামাদ তালুকদার, বিজেএমসির ডেপুটি ম্যানেজার মো: আলতাফ হোসেন, জনতা ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: মনিরুজ্জামান ও নির্বাহী কর্মকর্তা আবুল কালাম মজুমদার, রাজস্ব কর্মকর্তা মো: শাহজাহান কবির, জীবন বীমা করপোরেশনের ডেপুটি ম্যানেজার মো: আলী হোসেন, শেলটেক-এর নির্বাহী কর্মকর্তা মো: রবিউল আউয়াল, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুর রবসহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ ও সকল ধর্মপ্রাণ মুসল্লীরা।

মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এলাকাবাসীর অনুদানে মসজিদটির বায়না হয় বিগত ২০১৮ সালের ২৫ জুলাই মসজিদের পক্ষে নাসির উদ্দিনের নামে। নানা সমস্যা ও প্রতিবন্ধকতা দূর করে ৯.৫ শতাংশ জায়গার মধ্যে মসজিদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বিগত ২০১৯ সালের জানুয়ারিতে।

এদিকে বায়নার সময় প্রতারক নাসির উদ্দিনের অনুরোধে এলাকাবাসী তাকে মসজিদের মোতোয়াল্লী করতে রাজি হন। এ সুযোগে তিনি গত ২০২০ সালের ২২ সেপ্টেম্বর মসজিদের ৭.৬ শতাংশ জায়গা ওয়াক্ফ করার বদলে নিজের নামে সাব-কবলা দলিল করে নেন।

দেখুন:

আরো সংবাদ



premium cement
ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে

সকল