বোনের সাথে ঝগড়া করে ভাইয়ের আত্মহত্যা
- সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ১৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৮
মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিরোজ আলম (২০) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃপস্পতিবার সন্ধ্যায় সাটুরিয়া থানা পুলিশ নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত ফিরোজ আলম উপজেলার হরগজ উত্তরপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে ও সাটুরিয়া সৈয়দ কালুশাহ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে ছোট বোনের সাথে ফিরোজ আলমের ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো. মনির হোসেন জানান, ওই ছাত্রের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।