০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


সিদ্ধিরগঞ্জে নারীসহ ৩৮ জন গ্রেফতার

- ছবি- সংগৃহীত

নগদ ২৯ হাজার ৯৪৫ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক তিনটি অভিযানে অবৈধ জুয়ার আস্তানা থেকে ৩৮ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। এর আগে শনিবার দিবাগত রাতে শিমরাইল ও নিমাইকাশারী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের দাবি।

গ্রেফতারকৃতরা হলেন- মো: দেলোয়ার হোসেন (৫২), মো: সেলিম (৪৫), শ্রী রনজিদ চন্দ্র পাল (৪০), মো: দেলোয়ার হোসেন (৩২), মো: মনিরুল ইসলাম (৪০), মো: আলামিন (৩২), মো: জাহিদুল ইসলাম (৩২), মো: জাকির হোসেন (৩৮), মো: ইলিয়াস মিয়া (৩৬), মো: মোশারফ গাজী (৪৬), মো: হাবিব (৩৫), মো: আনোয়ার হোসেন (৪৩), আলী হোসেন (৫০), মো: আবুল কালাম (৪৮), মোসা: সামসুন নাহার (৪৩), মো: হান্নান (৩২), শেখ বাবর আলী (৫৭), মো: শহিদুল ইসলাম খোকন (৪২), মমিন (২৫), মো: আমির হোসেন (২৮), মো: খোকন (২৮), মো: রতন ভুইয়া (৩৮), মো: মোক্তার হোসেন (৪৫), মো: নাজির আলী (৫৩), মো: রবিউল ইসলাম রানা (২৭), মো: শাহআলম (২৬), মোসা: সালমা বেগম (৩৪), মো: আমিরুল ইসলাম (২৬), মো: কামরুল হাসান (৩৬), মো: কিরন মোল্লা (২৯), মো: সুজন (২২), মো: মনির হোসেন (২৫), মো: রহমত আলী (২৭), মো: নাজমুল ইসলাম (২০), মো: ওমর ফারুক (২৪), বিজয় চন্দ্র সরকার (২৬), মো: এরশাদ আলী (৩০) ও মো: মহসিন (৩২)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব জানিয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আরো সংবাদ



premium cement
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

সকল