২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মাওয়া-শিমুলিয়ায় যানবাহনের অপেক্ষায় থাকা ফেরিতে সাধারণ যাত্রীদের ভিড়

- ছবি : নয়া দিগন্ত

কঠোর লকডাউনে ঈদ-পরবর্তী মাওয়া ঘাটের চিরচেনা রূপ বদলে গেছে। অনেকটা ফাঁকা অবস্থায় ফেরিগুলোকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যানবাহনের জন্য। তবে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে বিভিন্ন উপায়ে বাঙলাবাজার ঘাটে আসা সাধারণ যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

শনিবার সকাল থেকে মাওয়া শিমুলিয়া-বাঙলাবাজার নৌরুটের ঘাট সরেজমিন ঘুরে এমন চিত্রই দেখা যায়। তবে ঢাকামুখি যাত্রীদের প্রচন্ড চাপ রয়েছে।

বিআইডব্লিউটিসি মাওয়া শিমুলিয়া-বাঙলাবাজারের ব্যবস্থাপক নাসির উদ্দিন বলেন, যখন যে ঘাট থেকে যানবাহন নিয়ে ছাড়া প্রয়োজন সেভাবেই ছেড়ে যাচ্ছে। এছাড়া একটি মাঝারি আকারের ভিআইপি ফেরি রাখা হয়েছে। যেকোনো মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্যক্তি এলে তাদেরকে পারাপার করা হবে। তবে কঠোর বিধিনিষিধের কারণে ঘাটে আসা যানবাহন সরাসরি ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে।


আরো সংবাদ



premium cement