২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাটুরিয়ায় পারাপার হচ্ছে শুধু জরুরি সেবাদানকারী গাড়ি

পাটুরিয়ায় পারাপার হচ্ছে শুধু জরুরি সেবাদানকারী গাড়ি - ছবি - সংগৃহীত

জরুরি সেবাদানকারী যানবাহন ছাড়া সব রকম সাধারণ পণ্য ও যাত্রীবাহী পরিবহন পারাপার বন্ধ রেখেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ফেরিগুলো। বুধবার সকাল ১২টার সময় এ তথ্য নিশ্চিত করেছেন পাটুরিয়া ঘাটের বাণিজ্য বিভাগের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল।

তবে জরুরি ভিত্তিতে চলাচলকারী গাড়ি যেমন-ওষুধের গাড়ি, লাশবাহী গাড়িগুলোকে পার করা হচ্ছে। এছাড়া সব ধরনের যানবাহন পারাপার বন্ধ রয়েছে।

পাটুরিয়া ঘাটে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট গোলজার বাংলানিউজকে বলেন, ভোরের দিকে কয়েকটি ফেরিতে করে যানবাহন পার করা হয়েছে তবে সকাল ৬টা থেকে সব ধরনের যানবাহন পারাপার বন্ধ রয়েছে। ট্রাফিকের পাশাপাশি ঘাট এলাকায় আরো বেশ কিছু স্থানীয় থানার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে বর্তমানে পাটুরিয়া ঘাট এলাকায় তিনটি লাশবাহী গাড়ি নৌপথ পারের অপেক্ষায় রয়েছে। আরো কিছু জরুরি গাড়ি এলে হয়তো ওই গাড়িগুলোকে ফেরি পারাপার করা হতে পরে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement