১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


গাছের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাছের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত - নয়া দিগন্ত

মানিকগঞ্জের হরিরামপুরে গাছের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মানিকগঞ্জ-ঝিটকা সড়কের কৌড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন উপজেলার গালা গ্রামের মৃত জসিম মোল্লার ছেলে জহিরুল ইসলাম (২৩) ও ইউনুস আলীর ছেলে শাহ আলম (২২)।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী বলেন, বিদেশ ফেরত জহিরুল ও অটোচালক শাহ আলম মোটরসাইকেলযোগে মানিকগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। দ্রুত গতির কারণে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement