২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ফতুল্লায় ধর্ষণের অভিযোগে কিশোর গ্যাং লিডার সানি গ্রেফতার

সানি - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে কিশোর গ্যাং লিডার সানিকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে শিয়াচর তক্কারমাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃত সানী ফতুল্লা থানার শিয়াচর গনি হাজী বাড়ির মোড় এলাকার আক্কাস আলীর পুত্র ও স্থানীয় শ্রমিক লীগ নেতা ঈমান আলীর ভাতিজা।

ধর্ষণের শিকার হওয়া কিশোরী স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

ধর্ষিতার মা জানান, রোববার (২৫ অক্টোবর) তিনি তার মেয়েকে পাশের ফ্ল্যাটের এক নারীর কাছে রেখে চাষাড়ায় ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গিয়েছিলেন। দুপুর সাড়ে তিনটার দিকে তার মেয়ে দুপুরের খাবার খেতে নিজেদের কক্ষে গেলে দরজা খোলা পেয়ে বখাটে সানী কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে জোরপূর্বক তার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে পাশের ফ্ল্যাটের নারীসহ একাধিক জন দরজা খোলার জন্য চিৎকার করলে ধর্ষক সানী দরজা খুলে বীরদর্পে তাদের সামনে দিয়ে বের হয়ে যায়। এরপর মেয়ে তাকে ফোন করে জানায়, দরজা খোলা পেয়ে সানী তাদের ঘরে প্রবেশ করে তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ আসলাম হোসেন জানান, অভিযুক্ত ধর্ষক সানীকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শ্রমীক লীগ নেতা চাচা ঈমান আলীর শেল্টারে ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকায় মাদক ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্ম দিয়ে দাবড়িয়ে বেড়াচ্ছে মাদক ব্যবসায়ী সানী ওরফে ভাতিজা সানী। সানী দীর্ঘদিন ধরে ফেনসিডিল, বিদেশী মদ, গাঁজা, ইয়াবাসহ মাদকের রমরমা পাইকারী ও খুচরা ব্যবসা চালিয়ে আসছে। মাদক ব্যবসা নিয়ন্ত্রণে সে গড়ে তুলেছে একশ্রেণীর মাদকাসক্ত উঠতি বয়সীদের নিয়ে সন্ত্রাসী বাহিনী। সম্প্রতি মদসহ সানীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারাইল হয়।


আরো সংবাদ



premium cement
দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত

সকল